ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চলছে খুনিচক্রের আড্ডা, কেনা হচ্ছে ডলার

শেখ সাদী

প্রকাশিত : ১০:৩৩, ৫ আগস্ট ২০২২

বাম থেকে নূর চৌধুরী, মেজর ডালিম, শাহারিয়ার রশিদ, আজিজ পাশা

বাম থেকে নূর চৌধুরী, মেজর ডালিম, শাহারিয়ার রশিদ, আজিজ পাশা

পুরান ঢাকার শেরি এন্টারপ্রাইজ। টিভি-ফ্রিজ মেরামতের দোকান। যতটা না দোকান তার চেয়ে বেশি 
এটা আড্ডাখানা। এখানে প্রতিদিন সন্ধ্যায় আড্ডা বসে। দোকানের মালিক মেজর শাহরিয়ার। বঙ্গবন্ধু 
হত্যার অন্যতম খুনি। আশপাশের কেউ জানে না কেন তারা কেন এখানে আসে? আসে ডালিম, নূর 
চৌধুরী, আজিজ পাশা এবং বজলুল হুদাসহ আরো কয়েকজন। 

দোকানের একপাশে পাতা বেতের চেয়ারে বসে চলে ফিসফাস আলোচনা। আলোচনার একমাত্র বিষয় বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের পরিকল্পনা। দিনের বেলায় আড্ডা চলে মতিঝিলে মেজর ডালিমের অফিসে। খুনিচক্রের সবাই এখানে টাকা জমাচ্ছে। আর, এই টাকায় কেনা হচ্ছে ডলার। ডলার জমা হচ্ছে ডালিমের অফিসের ড্রয়ারে। যদি কোন কারণে খুনপর্ব ঠিকঠাক না হয় তাহলে দেশ থেকে পালানোর আগাম প্রস্তুতি। 

এদিকে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছেন ক্যাপ্টেন বাশার। পহেলা আগস্ট দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বাসভবন আর গণভবনের। নিরাপত্তারক্ষীর দলপতি ক্যাপ্টেন বাশার। যদিও নিরাপত্তা সুরক্ষার চেয়ে বাইরে-বাইরে ঘুরে বেড়িয়ে দিন কাটে। এমনকি ১৪ আগস্ট মাত্র দুই ঘণ্টা ডিউটি করে আজিমপুর চায়না বিল্ডিংয়ে মামার বাড়ি কেন চলে যান, সেটি রহস্যজনক!  

পাঁচ আগস্ট। মঙ্গলবার। সকাল ১০টায় বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ইউজিন বোস্টার। বোস্টার শুধু জানতেনই না খুনিদের তৎপরতা, ছিলেন খুনি চক্রের পৃষ্ঠপোষক। সাড়ে ১০টায় দেখা করলেন শিল্পমন্ত্রী।
 
বিকেল ৫টা ৪৫ মিনিটে সিলেটের সাংসদ মোহাম্মদ ইলিয়াস, কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও গিয়াসউদ্দিন 
চৌধুরী সাক্ষাৎ করেন। এই তিন সাংসদের কেউই মোশতাককে সমর্থন করেননি। মানিক চৌধুরীকে 
গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।
 
সন্ধ্যা ৬টা। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামসুর রহমান বিদায়ী সাক্ষাৎ করেন।
২০ আগস্ট তিনি মোশতাক সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় সাক্ষাৎ 
করেন বেতারের ডিজি আশরাফুজ্জামান খান।  

আজ কার্লসরুয়ে থেকে আব্বাকে চিঠি লিখলেন ছোটকন্যা শেখ রেহানা।

`আব্বা,
আমার সালাম নেবেন। আপনি কেমন আছেন। আমরা ভালো আছি। Karlsruhe খুব ভালো জায়গা। কিন্তু অসম্ভব গরম। গত রবিবার ব্ল্যাক ফরেস্ট গিয়েছিলাম। কিন্তু আব্বা জানেন, রাঙ্গামাটি থেকে খুব একটা পার্থক্য বুঝলাম না। এখানকার লোক খুব ভদ্র আর ভালো। আমি অনেক কাজ করি। দুধ খাই, আবার ঠিকমতো খাই। আজকে কামাল ভাইয়ের জন্মদিন। দোয়া করবেন।

আপনার স্নেহের রেহানা।’

লেখক: গণমাধ্যমকর্মী ও বঙ্গবন্ধু গবেষক  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি