ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

চাকরি স্থায়ী করার দাবিতে কমলাপুর রেল স্টেশনে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১৬ অক্টোবর ২০২২

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীতে কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন অস্থায়ী কর্মচারীরা। রোববার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

অপরদিকে নাটোর স্টেশনেও একই দাবিতে ধর্মঘট পালন করছেন রেলওয়েতে মাস্টাররোলে কর্মরতরা। এ কারণে সিগন্যাল না পেয়ে নাটোর স্টেশনের আউটারে আটকা পড়েছে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

নাটোরে ট্রেন আটকে থাকায় ট্রেনে যাতায়াতকারী চাকরিজীবীরা পড়েন বেকায়দায়। পয়েন্টসম্যান আমিনুল ইসলাম জানান, রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত প্রায় ৫০০ পয়েন্টসম্যান ও প্রায় ৩০০ পোটার তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে সিগন্যাল সমস্যায় আটকা পড়ছে ট্রেন।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি