ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চার মাসের মধ্যে সর্বোচ্চ ২৯১৬ শনাক্ত, মৃত্যু ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২২

দেশে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। গত এক দিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন, যা সোয়া চার মাসের (১২৭ দিন) মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে কম শনাক্ত হয়েছেন গত বছরের ৬ সেপ্টেম্বর। সেদিন শনাক্ত হন ২ হাজার ৭১০ জন। এছাড়া গত এক দিনে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ২৬৬ জন।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ২ হাজার ৯১৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১.৬৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৬ লাখ ১ হাজার ৩০৫ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন ৪ জন। এদের দুজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১১১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ।

ইতিমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন দেশেও শনাক্ত হয়েছে। ১০ জনের শরীরে নতুন এই ভেরিয়েন্টটি ধরা পড়েছে। অতি দ্রুত সময়ে ছড়িয়ে পড়া ভেরিয়েন্টটি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, পরিস্থিতি বেসামাল হয়ে গেলে আবার দেশে বিধিনিষেধ জারি হতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি