ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

চার মেডিকেলে নতুন পরিচালক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৩ আগস্ট ২০১৭

দেশের চার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। মেডিকেল কলেজ হাসপাতালগুলো হলো ঢাকা, রাজশাহী, বগুড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

সেনাবাহিনীর চার ব্রিগেডিয়ারকে পরিচালক করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার আদেশ জারি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। এর আগে ঢামেকে দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান। যেখানে এতদিন দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুল। এর আগে সেখানে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান।

আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবীর। এখানে এর আগে পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ।

আগের চার পরিচালককে সেনাবাহিনীর দায়িত্বে ফেরত পাঠাতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া আলাদা আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়াকে সেনাবাহিনীতে ন্যাস্ত করে সেখানে দায়িত্ব দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানকে। আর ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামিম উজ জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

//আর//এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি