ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

চিংড়িতে জেলি পুশ, আটক ৬ ব্যবসায়ী

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৬:০১, ৭ সেপ্টেম্বর ২০২১

জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড

জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড

চিংড়িতে জেলি পুশ করে রপ্তানি করার সময় ছয় ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জেলি পুশকৃত ৩শ’ কেজি ও ৩৫০ কেজি সাধারণ চিংড়ি জব্দ করেছে তারা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য জানায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আমিরুল হক। এর আগে সোমবার বিকেলে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) রুপসা স্টেশন। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসায় মডার্ন সী ফুড কোম্পানী থেকে ৩শ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি ও ৩৫০ কেজি ফ্রেশ চিংড়িসহ ৬ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

পরবর্তীতে রুপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা ও খুলনার এফআই কিউসি’র 
উপস্থিতিতে আটককৃত ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল দেওয়া হয়।

একইসঙ্গে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ফ্রেশ চিংড়ি নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়েছে।

কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে
জানান লেফটেন্যান্ট আমিরুল হক।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি