ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

চিকনগুনিয়ার প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৬, ১৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে ক্রমেই বাড়ছে চিকনগুনিয়ার প্রাদুর্ভাব। প্রায় প্রতিটি পরিবারের কোন না কোন সদস্য এই রোগে আক্রান্ত হচ্ছে। মহামারীতে রূপ নেয়ার আগে এই রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সিটি কর্পোরেশন। রাজধানীর ২৩টি ওয়ার্ডের ৯২টি স্পট ঘিরে শুরু হয়েছে সমন্বিত প্রচারণা।
এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা না গেলে, চিকনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেবল ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে অর্ধস্বচ্ছ পানি, ফুলের টব, ফেলে রাখা কৌটা বা বোতল, পানির ট্যাংক, ছাদে জমে থাকা পানি, আবর্জনার স্তুপ কিংবা ডাবের খোসার ভেতরে জন্ম নেয় এডিস মশা।
রাজধানীতে এই মশার উপদ্রব ভয়াবহ রুপ নিয়েছে। নগরীর প্রায় প্রতিটি পরিবারের কোন না কোন সদস্য চিকনগুনিয়ায় আক্রান্ত।
এ’ রোগ নিয়ে জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ৯২টি স্পট ঘিরে তৎপর হয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সভা-সেমিনার, র‌্যালির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচারণাও চালাচ্ছেন তারা।
এই উদ্যোগে সহযোগী হয়েছে চিকিৎসক সমাজ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনও।
এডিস মশা নিধনে শুরু হয়েছে স্প্রে। এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি