ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩:৫১, ১৫ মে ২০১৯ | আপডেট: ১৩:৫৪, ১৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে আছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন তারা। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল।

চিকিৎসা শেষে আগামী ২৩ মে মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে বলেও বিএনপি সূত্রে জানা গেছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি