ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘চীনের ভেজাল ওষুধ বাংলাদেশে আমদানি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ক্যান্সার প্রতিষেধকসহ জীবনরক্ষাকারী মূল্যবান ওষুধ চীনে তৈরি করে দেশের বাজারে ছড়িয়ে দেওয়া চক্রের সন্ধান পেয়েছে সিআইডির অর্গানাইজড ক্রাইম। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁতীবাজার এলাকায় তাদের গোদাম থেকে প্রায় ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

সিআইডি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চক্রের তিন সদস্য রুহুল আমিন ওরফে দুলাল চৌধুরী, নিখিল রাজবংশী ও মো. সাঈদকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাতিবাজার এলাকায় গোডাউন থেকে ২১ হাজার পাতা ওষুধ জব্দ করা হয়। আটকৃতরা প্রায় সময়ই চীনে যাতায়াত করে।

গোদাম থেকে এমটিএক্স, ক্লোমাইড ও রিভোকন নামে তিন ধরনের ভেজাল ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘এসব ওষুধ প্রতি পাতা তৈরি ও আমদানিতে চক্রটির খরচ হতো ১২ টাকা। এগুলো দেশে প্রতি পাতার বাজারমূল্য দুই থেকে তিন টাকা। আর তারা এজেন্টদের কাছে ৮০-৯০ টাকায় বিক্রি করত।’

 

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি