ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় বেশি দামে চাউল বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬, ২২ মার্চ ২০২০

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে করোনা ভাইরাস আতঙ্কে চালের দাম বৃদ্ধি ও চালের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান জানান, সরোজগঞ্জ বাজারে বেশি দামে চাউল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক বাজারের খুচরা চাউল বিক্রেতা মুক্তার আলীকে ১৫ হাজার, পিন্টুর দোকানে ৫ হাজার, সার্জেন্ট (অব.) নাসির উদ্দিনের দোকানে ৫ হাজার ও পাইকারি চাউল বিক্রেতা মেসার্স জাহানারা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলেও জানান নিবাহী কর্মকর্তা।

অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। চলমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এমন কঠোর ও তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনগণ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পেশকার সোবহান আলী ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি