ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

চেন্নাইয়ে লিভার ডিজিজ সম্মেলনে যোগ দিলেন অধ্যাপক স্বপ্নীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ৩০ জানুয়ারি ২০২৩

চেন্নাইয়ের ইন্টারন্যশনাল লিভার ট্রান্সপ্লান্ট সোসাইটি, সোসাইটি ফর লিভার ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল লিভিং ডোনার লিভার ট্রান্সপ্লান্ট গ্রুপ ও ডা. রেলা হসপিটাল আয়োজিত ১৩তম মাস্টার ক্লাস ইন লিভার ডিজিজের ২০২৩ সম্মেলনে আমন্ত্রিত ফ্যাকাল্টি হিসেবে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

এই সম্মেলনটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রধান লিভার সম্মেলন হিসেবে পরিগণিত হয়। সারা পৃথিবী থেকে শত শত লিভার বিশেষজ্ঞ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন প্রতিবছর এই সম্মেলনটিতে যোগ দিয়ে থাকেন। 

এ অঞ্চলের লিভার রোগের চিকিৎসার আধুনিকায়নে সম্মেলনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ এই সম্মেলনে এই অঞ্চলের লিভার বিশেষজ্ঞরা পাশ্চাত্য ও প্রাচ্যের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের ডে টু ডে প্র্যাকটিসকে আরও যুগোপযোগী করার সুযোগ পেয়ে থাকেন। 

অধ্যাপক ডা. স্বপ্নীল সম্মেলনটিতে লিভার সিরোসিসের রোগীদের পেটে পানি বা এ্যাসাইটিসের আধুনিক ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্যানেল ডিসকাশনে প্যানেলিস্ট হিসেবে যোগ দেন। 

উল্লেখ্য, অধ্যাপক ডা. স্বপ্নীল বাংলাদেশে লিভার বিশেষজ্ঞদের এবং লিভার বিষয়ক একাধিক সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি ইউরোএশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিকাল এসোসিয়েশনের সহ-সভাপতি, সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারণ সম্পাদক এবং এশিয়া প্যাসিফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি ইন্ডিয়ান ন্যাশনাল এসেসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারেরও একজন ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি