ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ছাত্র-জনতার উদ্দেশে নতুন বার্তা দিলেন হাসনাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৩১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ছাত্র-জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক বার্তা দিয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ বার্তা দেন তিনি।

বার্তায় হাসনাত লেখেন, ‘মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ মিনারে দেখা হচ্ছে। ঢাকায় আসুন ছাত্র-জনতা''।

এর আগে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দেয়াসহ তিনটি দাবির কথা জানিয়েছেন।

তার দাবিগুলো হলো- আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।

ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এছাড়া বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি