ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১ জানুয়ারি ২০১৯

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখলেও বর্তমান কমিটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। একাদশ জাতীয় নির্বাচনে মূল দলের ভূমিধস পরাজয়ের কারণে এবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি ৭৩৪ সদস্য নিয়ে ওই কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়। ছাত্রদলের এই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১৪ অক্টোবর।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি