ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ছাত্রলীগ নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৯

ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের গণভবনের বৈঠকটি ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া সংক্রান্ত ছিল না। সেখানে ছাত্রলীগের বিষয়ে কী আলোচনা হয়েছে, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এনিয়ে কিছু বলা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের কমিটি ভেঙে দেবার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্রলীগের বিচ্ছিন্ন কিছু ব্যাপারে দল প্রধানের অসন্তুষ্টি আছে। সেসব শোধরাতে বলা হয়েছে। তবে এটাও সত্য যে, ছাত্রলীগের প্রশংসা করার মতো কাজও আছে।’

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গণভবন থেকে চলে যেতে বলেছেন- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাদের চলে যেতে বলবো কেন? প্রাইম মিনিস্টারের ওখানে দেখা করতে গেছে। বিভিন্ন জেলা থেকে নেতারা গেছে, ছাত্রলীগ গেছে। প্রাইম মিনিস্টারের বাড়িতে তারা গেছে। আমি কীভাবে বলি, তোমরা এখান থেকে চলে যাও? আসলে কিছু কিছু খবর হাওয়া থেকে পাওয়া হয়ে যায়। একটা হয়, আরেকটা আসে। নানাভাবে ছড়ায়। বাস্তবতাটা ভিন্ন।’

বর্তমান কমিটির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনি সন্তুষ্ট কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেগুলো সন্তোষ প্রকাশ করার মতো, সেগুলোতে সন্তোষ প্রকাশ করি। আর যেগুলো লোকে পছন্দ করে না, সেগুলো আমিও পছন্দ করবো না। এটাই স্বাভাবিক। সে ব্যাপারে আমি তাদের সতর্ক হতে বলি, সাবধান হতে বলি। তাদের সুনামের ধারায় ফিরে আসতে বলি, ভালো খবরের শিরোনাম হতে বলি- এটা আমি অহরহ বলে যাচ্ছি।’

অপরদিকে বিএনপি চেয়ারপারসনের মুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের নেত্রী দেড় বছর ধরে কারাগারে, কিন্তু তারা দেড় মিনিটের জন্যও তার মুক্তির জন্য আন্দোলন করতে পারেনি। তাদের নেতারা সবাই এক সুরে বলছেন- আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। তাহলে তারা আন্দোলন করুক, হংকংয়ের মতো একটা আন্দোলন করতে পারে। আন্দোলন করেই তাদের নেত্রীকে মুক্ত করুক।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি