ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

‘ছাত্রলীগের কারণে ঢাবির ভিসির প্রাণ রক্ষা পেয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ছাত্রলীগের কর্মীদের তৎপরতার কারণে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান প্রাণে রক্ষা পেয়েছেন।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পহেলা বৈশাখের কর্মসূচির বিষয়ে এক  সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ছাত্রলীগের সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা হয়েছে। ছাত্রলীগ পাশে না থাকলে কেউ বাঁচতে পারে না। আমাদের কাছে সবাই নিরাপদ।

কোটা সংস্কার আন্দোলনের পুরো ঘটনায় ছাত্রলীগের কোনো সাংগঠনিক ব্যর্থতা নেই বলে দাবি করেন কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

 টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি