ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ছাত্রলীগের নতুন সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৫৩, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতি নির্বাচন করা হয়েছে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গোলাম রাব্বানীকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর আজ মঙ্গলবার রাতে এই নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করা হয়।

সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসাইন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সঞ্জিত চন্দ্র দাস।

অপরদিকে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহিম; সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণে মেহেদী হাসান সভাপতি ও মো. জোবায়ের আহমেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি