ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ছাত্রলীগের সহসম্পাদক হলেন ঢাবি ভিসিপুত্র আশিক খান

প্রকাশিত : ০৯:৫৪, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহসম্পাদক পদে স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান।

কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর সোমবার ৩০১ সদস্যের কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সহসম্পাদক পদে স্থান পান আশিক খান।

পদপ্রাপ্তির বিষয়ে অনুভূতি জানাতে গিয়ে আশিক বলেন, খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি। আমি সবার দোয়া চাই।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।

গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেয়া হয়। এরপর গতকাল সোমবার এলো পূর্ণাঙ্গ কমিটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি