ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের সঙ্গে সড়ক পার হতে প্রাণ গেল মায়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বাড্ডায় ছেলের সঙ্গে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে ফুজি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রিজিয়া বেগম (৫৫)। তার বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গাংনী গ্রামে। তিনি বাড্ডায় ছেলের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর ছেলে আবদুল মান্নানও ছিলেন।
রিজিয়া বেগম তাঁর ছেলের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি তাঁকে চাপা দেয়। দুর্ঘটনার পরপর মান্নানসহ আশপাশের লোকজন রিজিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিজিয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি