ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

ছোটমনিরা সুপারহিরো তবে সরকার ভিলেন নয়: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ৩ আগস্ট ২০১৮

গণপরিবহনের অনিয়ম দেখিয়ে দেওয়ার মাধ্যমে আন্দোলনরত ছোট ছোট শিক্ষার্থীরা সুপারহিরোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ছোটমনিরা সুপারহিরো তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তাদের নয় দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপি সরকারের পদত্যাগ দাবি মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, এই ঘটনা একজন চালক ঘটিয়েছে। এর সাথে সরকারের কোন হাত নেই। সরকার প্রথম দিনেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই চালক গ্রেফতার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোন প্রশ্নই ওঠে না।

যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি