ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৩০ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৪:৪৪, ৩০ ডিসেম্বর ২০২৩

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল নিজস্ব নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএমপি কোতয়ালী থানাধীন জিন্দাবাহার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক (০১) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ শাকিল মোল্লা (২৭), পিতা-মোঃ জহিরুল হক মোল্লা, গ্রাম- বাহ্রা, থানা- দোহার, জেলা- ঢাকা। গ্রেফতারকালে তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন, ০২ টি সিম কার্ড ও উগ্রবাদী লেখা সংবলিত বিভিন্ন ডকুমেন্ট জব্দ করেছে। 

গ্রেফতারকৃত মোঃ শাকিল মোল্লা ঢাকার কোতয়ালী থানাধীন জিন্দাবাহার এলাকার একটি প্রিন্টিং এর দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। সে জসিম উদ্দিন রাহমানির বক্তব্যে উদ্ভুদ্ধ হয়ে ‘আনসার আল ইসলাম’এর সদস্যপদ গ্রহণপূর্বক উক্ত সংগঠনের সমর্থন ও সদস্যপদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। গ্রেফতারকৃত মোঃ শাকিল মোল্লা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য, অডিও-ভিডিও লাইক, শেয়ারসহ সমমনাদের বন্ধু তালিকায় যুক্ত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে উগ্রবাদী প্রচার-প্রচারণা ও তথ্য আদান-প্রদান করে সাধারণ মানুষদেরকে নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর দলীয় কর্মকাণ্ড প্ররোচিত করে আসছিল। আসামী মোঃ শাকিল মোল্লা সাইবার স্পেস ব্যবহার করে সশস্ত্র জিহাদের মাধ্যমে বর্তমান গনতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চারসহ জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর পক্ষে  বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

গ্রেফতারকৃত মোঃ শাকিল মোল্লার বিরুদ্ধে ডিএমপি’র কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা (কোতয়ালী থানার মামলা নং- ২৫, তাং- ২৯/১২/২০২৩ খ্রি. ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯(৩)/১৩) রুজু করা হয়েছে। 

    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি