ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে । এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই।’

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনকে কার্যকর করা এবং দলীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানুষের যে চাওয়া–তত্ত্বাবধায়ক সরকারের–সেই ব্যবস্থায়ও নির্বাচন সম্ভব হয় কি না, সে বিষয়েও কথা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এটা খুব পরিষ্কার যে, তিনি খুব কম সময়ের মধ্যেই দেশে আসবেন।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি