ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (৭ ডিসেম্বর)  বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য,  চলতি বছরের এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি