ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:২৮, ১১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

এক প্রভাষকের বেতন-ভাতা না দেওয়ায় মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু হবে না, তা দুই সপ্তাহের মধ্যে উপাচার্যকে জানাতে বলা হয়েছে। 

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী ও আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ আগস্ট হাই কোর্ট একটি রায় দেন।

রায় অনুসারে হাফিজুর রহমানকে বেতন-ভাতা না দেওয়ায় ৪ জুন তিনি আদালত অবমাননার আবেদন করেন।  তার শুনানি নিয়ে আজ রুল জারি করেছেন হাই কোর্ট।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি