ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ২১ মে ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহা আগামী ৬ জুন পালিত হবে বলে জানিয়েছে আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার।

বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক চন্দ্র পঞ্জিকার শেষ মাস জিলহজের শুরু চিহ্নিতকারী চাঁদ ২৭ মে ভোরে (যা ২৯ জিলকদের সঙ্গে মিলে যাচ্ছে) উদিত হবে।

২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে চাঁদটি ৪৩ মিনিট ধরে দৃশ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে, যা নতুন মাসের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজের মূল দিন আরাফাহ দিবস বৃহস্পতিবার (৫ জুন) পড়বে, আর এর পরদিন শুক্রবার পালিত হবে ঈদুল আজহা।

সেন্টারটি আরও জানিয়েছে, চাঁদটি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য রাজধানীতেও ৪০ থেকে ৫৮ মিনিট সময়কাল ধরে দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ঈদুল আজহা উপলক্ষে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত সব সরকারি দফতর ও সরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ জুন) থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমের ধরন আলাদা, তারা নিজস্ব ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

সে হিসাব অনুযায়ী, ৬জুন শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সেই হিসেবে ৭ অথবা ৮ জুন ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি