ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জাপার কেন্দ্রীয় কাউন্সিল ২১ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৯:১৫, ১১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই তারিখ পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে আগামী  ২১ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) পুরাতন ভবনের সেমিনার হলে ‌জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এ তথ্য জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভা পরিচালনা করেন সদস্য সচিব ফয়সাল দিদার দিপু।

এসময় জিএম কাদের বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে জাতীয় পার্টি। তরুণদের সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আমরা ছাত্র সমাজকে পৃষ্ঠপোষকতা করব। তবে লেজুড়বৃত্তি করার জন্য নয়, লাঠিয়াল বাহিনী তৈরি করব না। ছাত্র সমাজকে এলাকার পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করতে হবে।

উল্লেখ্য, এর আগে আগামী ৩০ নভেম্বর জাপার জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার তারিখ নিধারিত হয়েছিল।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি