ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জাপার ক্লান্তিলগ্ন দেখে আফসোস হচ্ছে: বিদিশা

প্রকাশিত : ১৬:০৮, ৪ জুলাই ২০১৯

জাতীয় পার্টির ক্লান্তিলগ্ন চলছে উল্লেখ করে বিদিশা এরশাদ বলেছেন, এরশাদ সাহেবের বার্ধক্য এসে গেছে, তিনি ঠিক মত আর দলকে দিতে পারছেন না।  দলের তাই আজ এই হাল। পার্টি অফিস, অনুষ্ঠান সব জায়গায় খারাপ সময় যাচ্ছে। এসব দেখছি আর আফসোস করছি। কারণ আমি দেখেও কিছু করতে পারছিনা বলে মন্তব্য করেছেন তিনি। 

তিনি বলেন,আমি তো আর অন্য দলে যায়নি। আমি তো জাতীয় পার্টিরই । আর এই দলের কর্মীরা আমার সন্তানের মত। তাই আমার ভীষণ খারাপ লাগে।

সম্প্রতি একুশে টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এসব কথা বলেন।  

বিদিশা বলেন,‘এরশাদের বিকল্প কেউ নেই । এরশাদের বিকল্প তো আর এরশাদ তৈরি হওয়াও সম্ভব না।  আর কাদের সাহেব তো এরশাদ হতে পারবে না।  বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব কতটুকু এরশাদ সাহেবের দায়িত্ব পালন করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে তাকেও অনেক নেতাকর্মী মানেন না। সেটাও ঠিক না। মিলে মিশেই রাজনীতিটা করতে হবে। সবাইকে নিয়েই থাকতে হবে।  আলাদা আলাদা তো রাজনীতি হয় না। আর এমন হলে তো জাতীয় পার্টি তিন-চার টুকরো হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি রাজনীতিতে থাকলে পুরো সংগঠনকে সুসংগঠিত করতাম। নেতাকর্মীদের সঙ্গে বসতাম,প্রত্যেক জেলায় জেলায় প্রোগ্রাম দিতাম। তবে এটা তো আর আমার কাজ না। আমি তো পার্টির চেয়ারম্যান না। এখন যে চেয়ারম্যান আছেন, তিনি করবেন এগুলো। রাজনীতিতে একটা দলে সব ধরনের লোক থাকবে এটাই স্বাভাবিক। এরশাদ সাহেব যেমন তার ইমেজকে কাজে লাগিয়ে অনেক কিছু করেছেন,কিন্তু তার ভাইয়ের বিষয়টা তো ভিন্ন। তিনিও হয়তো পারবেন। তবে অবশ্যই সময় লাগবে। ’

তার সন্তানের খোঁজখবর আগের মত কেউ নেয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এরিকের জন্য আগে অনেকে অনেক কিছু নিয়ে আসত কিন্তু এখন অনেকেই আসেনা। আর তখন তো অনেকে আসতো এরশাদ সাহেবকে খুশি করার জন্য। এখন তিনি নেই তাই আসছেনও না। তবে অনেকে হতাশও হয়েছে বিভিন্ন সময়ে। কেউ বড় পদ চেয়েছে, পায়নি,অথবা কেউ মহাসচিব হতে চেয়েছে পারেনি। এসব কারণেও অনেকে মনক্ষুণ্ণ হতে পারে। ’

‘তবে এটা দেখে সত্যি কষ্ট লাগে,খারাপ লাগে যে, এরশাদ সাহেবের পাশে এখন খুবই কম মানুষ। আগের মত সেই সরগরম নেই। তখন প্রেসিডেন্টের বাসায় একটা সরগরম ছিল। হয়তো এটা এখন জিএম কাদেরের বাসায় হবে।’

তিনি আরো বলেন,‘পয়সা দিয়ে অনেকে এমপি হবেন, নেতারা তো আসবে, যাবেই।  অনেকে আবার টাকা দিয়ে প্রেসিডিয়াম সদস্য হচ্ছেন। এসব তো থাকবেই। আবার অনেকে পার্টি ছেড়ে চলেও যাচ্ছে। আবার অনেকে জাতীয় পার্টিতে এখন অনেকেই আসতেও চায়। আমার সঙ্গে অনেকে যোগাযোগ করছেন। অনেকে আমাকে বলেন, আপা আপনি রাজনীতিতে আসেন। আপনি সক্রিয় হোন, আমরা আপনার সঙ্গে রাজনীতি করতে চাই। আগে যখন রাজনীতিতে ছিলাম, তখন অনেক কিছু বুঝতাম না। এখন অনেক কিছুই শিখেছি।’

বিদিশা বলেন,রাজনীতি অনেক বড় একটি জায়গা। আমি আমার স্বামীর হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আমার তো এখনও প্রয়োজন ফুরিয়ে যায়নি। আবার রাজনীতিতে ফেরা এখন আমার সময়ের দাবি।

এরশাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ওনার (এরশাদ) জন্যই আজকে আমি। ওনার জন্যই আমি এরিকের মা। আমাকে যদি ওনারা ডাকেন, আমি ওনার পাশে থাকলে যদি ওনি আরো ভালো থাকবেন, তাহলে আমি অবশ্যই যাব।

এনএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি