ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

জাপার যুগ্ম মহাসচিব হলেন সাদ এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৩০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাবার মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় পার্টিতে (জাপা) পদ পেলেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে রাহাগীর আল মাহি সাদ এরশাদ। তাকে দলের যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী রাহাগীর আল মাহি সাদ এরশাদ এমপিকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নিয়োগ করা হয়েছে।

এরশাদের জীবদ্দশায় সাদ থাকতেন বিদেশে, রাজনীতিতে যুক্ত ছিলেন না। এ বছরের শুরুতে এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে মা রওশন এরশাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে আসতে শুরু করেন তিনি।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদকে মনোনয়ন দিতে নারাজ ছিলেন চাচা জি এম কাদের। কয়েকদিনের টানাপোড়েনের পর সাদকে প্রার্থী করতে রাজি হন তিনি। ৫ অক্টোবরের উপনির্বাচনে জয়ী হন সাদ এরশাদ। এর ২৫ দিনের মধ্যে দলেও পদ পেলেন তিনি। 

জাপা সূত্র জানিয়েছে, দলের আগামী কাউন্সিলে আরও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি