ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

জীবাণুনাশক পানিতে পা চুবিয়ে মসজিদে প্রবেশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ৩ এপ্রিল ২০২০

করোনা থেকে বাঁচতে মসজিদে প্রবেশে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। মসজিদে প্রবেশের আগে জীবাণুনাশক পানিতে পা ধুয়ে (চুবিয়ে) নিচ্ছেন মুসল্লিরা। আজ শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার কয়েকটি মসজিদ ঘুরে দেখা যায়, অজু করে মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লিরা  জীবাণুনাশক পানিতে পা ধুয়ে নিচ্ছেন।

করোনা ভাইরাস থেকে সকলকে মুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। 

সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘মসজিদসমূহে মুসল্লিদের নিরাপদ রাখাতে প্রথম দফায় শুক্রবার পৌর এলাকার ৭১টি মসজিদে এই ব্যবস্থা রাখা হয়।’

তবে উপজেলার কয়েকটি গ্রামেও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহায়তায় এমন উদ্যোগ নিতে দেখা গেছে।  

এআই/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি