ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠকে যোগ দেবে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

এদিকে  বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গুলশান বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

এর আগে দিনভর বিএনপি এই বৈঠকে যাবে কি না সে বিষয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো।

প্রসঙ্গত, সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার (১৫ জানুয়ারি)রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। রাত সোয়া ৮টার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি