জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের
প্রকাশিত : ১০:১৫, ৫ আগস্ট ২০২৫

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার রাত ২টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।’
তিনি আরও লেখেন, ‘জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে— তারা এবং সব শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’
এএইচ
আরও পড়ুন