ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি ছাত্র ইউনিয়নের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:১৩, ১৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উত্তরা থানা শাখার কর্মী মাহমুদুল হাসান রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধা ও রাজনৈতিক প্রত্যয়ের মধ্য দিয়ে দিনটি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ১১টায় রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন। 

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা চৌধুরী জোসেন, যুবনেত্রী মিনা চৌধুরী, বিসিএল সভাপতি গৌতম চন্দ্র শীল, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি সালমান রাহাত, সাধারণ সম্পাদক প্রিজম ফকির, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ডা. সাজেদুল হক রুবেল বলেন, অভ্যুত্থানের যেই গণ-আকাঙ্ক্ষা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেই চেতনাকে পদদলিত করছে। যুক্তরাষ্ট্রে গিয়ে ‘মেটিকুলাস ডিজাইনড’ মন্তব্যের মাধ্যমে জনগণকে অবজ্ঞা করা হয়েছে। আজও নির্বাচনী সংস্কার তো দূরের কথা, বিচার কার্যক্রম শুরু করাও সম্ভব হয়নি।

সভাপতির বক্তব্যে মাহির শাহরিয়ার রেজা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন ছিল প্রকৃতপক্ষে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের সূচনা। উত্তরায় ছাত্র ইউনিয়নের কর্মী রিজভীসহ ২৯ জন শহীদ হন। অথচ এক বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। এখনকার সরকার সেই অভ্যুত্থানের চেতনারও বিপরীতে অবস্থান করছে। জনগণের মুক্তির জন্য প্রয়োজন আরেকটি গণঅভ্যুত্থান, যার নেতৃত্বে থাকবে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রিজভীর আত্মত্যাগকে ধারণ করেই বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি