ঢাবি শিবিরের সাবেক সভাপতির ফেসবুক পোস্ট
‘জুলাইয়ের ‘গাদ্দারদের’ আহ্বানে নয়, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হোন’
প্রকাশিত : ২০:০৩, ২২ মে ২০২৫ | আপডেট: ২০:০৪, ২২ মে ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি লিখেছেন, "জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।"
পোস্টটি প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। কাকে উদ্দেশ করে তিনি ‘জুলাইয়ের গাদ্দার’ বলছেন—তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর বর্তমান অস্থির প্রেক্ষাপটে সাদিক কায়েমের এই বক্তব্যকে অনেকে দেখছেন একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে নানা আলোচনা। তবে সাদিক কাকে ‘জুলাইয়ের গাদ্দার’ হিসেবে অভিহিত করেছেন তা স্পষ্ট না হলেও নেটিজেনরা বসে নেই। সাদিকের পোস্টটিতে একের পর কমেন্ট আর শেয়ার করে তারা তাদের মতামত দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় যে রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তি তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে আবু সাদিক কায়েম নিজ অবস্থান স্পষ্ট করতে এই বার্তা দিয়েছেন। তিনি মূলধারার বাইরে গিয়ে একটি নতুন ধরণের রাজনৈতিক ঐক্য গঠনের আহ্বান জানাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, তার এই বক্তব্য বিএনপি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা এখন দেখার বিষয়।
এসএস//
আরও পড়ুন