ঢাকা, বৃহস্পতিবার   ২৩ অক্টোবর ২০২৫

জেনেভা ক্যাম্পে দু’গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:০০, ২৩ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. জাহিদ হোসেন (২০) জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. আফতাব হোসেন বলেন, ‘জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে গেলে একটি ককটেল এসে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়েছিল সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখান থেকে একজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি