ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

জেলহত্যাসহ সকল খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

শুধু জেলহত্যা নয়, বঙ্গবন্ধুর হত্যাকারী ও ২১ আগস্টের খুনিদেরও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতার হত্যাকারীরা বিদেশে পলাতক রয়েছেন। বর্তমানে তারা আমাদের দেশের আইনের আওতায় নেই। যেসব দেশে তারা অবস্থান করছে, তাদের আইনানুযায়ী প্রত্যাবর্তন করতে হবে।’

তিনি বলেন, ‘যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেসব দেশের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে। আমরা সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সকল খুনিকে ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারা কর্তৃপক্ষের আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি