ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

‘জেলা পরিষদকে দুর্নীতি থেকে বের করেছি’

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:০০, ৬ সেপ্টেম্বর ২০২০

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, এক সময় ঢাকা জেলা পরিষদ দুর্নীতির আখড়া ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদকে দুর্নীতি থেকে বের করেছি। একইসঙ্গে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছি। 

আজ রোববার সকালে দোহারে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।   
 
মাহবুবুর রহমান বলেন, ‘৬২টি জেলা পরিষদের মধ্যে ঢাকা জেলা পরিষদে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেখানে কোনো জনপ্রতিনিধি কোনদিন কোনো কাজ করেননি, আমি সেখানে জেলা পরিষদের অর্থায়নে কাজ করে সাধারণ জনগনকে তাক লাগিয়ে দিয়েছি।’ 

তিনি জানান, ‘গত তিন বছরে ১৮৬৫টি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পে ২৩৩ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ৭৪২ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ১১৬১টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাকি ৬৫৪টি প্রকল্প বাস্তবায়নাধীন। যেগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বজলুর রহমান কামাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক, ত্রাণ বিষয়ক সম্পাদক শ্যামল চন্দন দাশসহ আর অনেকে।  

এআই//এমবি 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি