ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

জোরপূর্বক মাছ শিকার, বাধা দিলে মারধর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৯, ৩০ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামে ৩৩৩ বিঘার একটি বাওড়। যা সরকারিভাবে লিজ নিয়ে স্থানীয়রা সমিতির মাধ্যমে  মাছ চাষ করেছেন। কিন্তু বেশ কয়েক মাস ধরে যুবলীগের নেতাকর্মীরা বাওড় থেকে জোরপূর্বক মাছ ধরা, বাওড়ের সদস্যদের মারধর, অপহরণ ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এসবের প্রতিবাদে শনিবার (২৯ আগস্ট) রাতে ভান্ডারদহ বাওড়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

এ সময় দোষিদের বিচার দাবি করেন তারা। মানববন্ধনে বাওড়ের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

বাওড়ের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘যুবলীগের নেতাকর্মীরা বাওড়ের সদস্যদের নির্যাতন, হামলা, মারপিট ও জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এ ঘটনার বিচার ও সমিতির সদস্যদের নিরাপত্তা চাই।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি