ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রোজা থেকে অনেকেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, অনেকেই দোটানায় থাকেন, এতে রোজা ভাঙবে কিনা। এই বিষয়টিই পরিষ্কার করেছেন রাজধানীর সাভারের দায়ী ইলাল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল ইসলাম ফুরকানী। 

তিনি বলেন, ইসলামে টুথপেস্ট ব্যবহার করা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ না করে মেসোয়াক করাই উত্তম। কারণ পেস্টের গন্ধ এবং স্বাদের কারণে রোজা মাকরু হতে পারে। এছাড়া ব্রাশ করলে দাতেঁর গোড়া দিয়ে রক্ষ বের হতে পারে। যে কারণে ব্রাশ না করে মেসোয়াক করাই উত্তম। তবে সেহরী খাওয়ার পর এবং রাতে ।ুমাতে যাওয়ার আগে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি