ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ড. কামালের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।

এনবিআর চেয়ারম্যান বলেন, ড. কামাল হোসেন বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন। এই সময়ে যদি এনবিআর তার ব্যাংক হিসাব খতিয়ে দেখে তাহলে প্রশ্ন উঠতে পারে। তবে আমরা তাতে পিছপা হব না। তাই তিনি কর ফাঁকি দিয়েছেন কি-না তা খতিয়ে দেখছি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি