ঢাকা, বৃহস্পতিবার   ০৪ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে জিতা লাগবে না, শুধু বেঁচে থাকতে চাই: আব্দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কাদের তার পোস্টে লেখেন, আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।

তিনি অভিযোগ করে বলেন, সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকে প্রতিনিয়ত হেনস্তা বাড়ছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু ধৈর্য বা ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকলে মানা যেত, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কথা শুনানো হচ্ছে।

তিনি আরও বলেন, ১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী হবে, সেটা ভাবলেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।

উল্লেখ্য, সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে আব্দুল কাদেরকে ‘ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল’ এমন মন্তব্য করতে দেখা যায়। এরপর থেকে তাকে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি