ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:২৮, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারাকে গণমাধ্যম ও বাক স্বাধীনতার জন্য হুমকি দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। বর্তমান সংসদের শেষ অধিবেশনে ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছেন সম্পাদকরা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবিধান ও মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা। দাবি আদায়ে ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।

আপত্তিকর ধারাগুলো সংশোধন না করে সংসদে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট পাশের প্রতিবাদে সম্পাদক পরিষদের এই সংবাদ সম্মেলন।

লিখিত বক্তব্য পাঠ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা কেন গণমাধ্যমের জন্য হুমকি, তার বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। বলেন, এই আইন মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত স্বাধীনতার চেতনার পরিপন্থী।

গণমাধ্যম কর্মীদের অপরাধ বিচারে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাথমিক তদন্তসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

এক প্রশ্নের জবাবে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, নতুন আইনের বিরোধীতা করছে না সম্পাদক পরিষদ। কেবলমাত্র সুনির্দিষ্ট কয়েকটি ধারার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে।

এই আইনের প্রতিবাদে ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি