ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ডিফেন্ডারদের বিশেষ ক্লাবে উমতিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫১, ১১ জুলাই ২০১৮

ডিফেন্ডার হিসেবে খেলে ১ম সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয়সূচক গোল করে বিশেষ ক্লাবে জায়গা করে নিয়েছেন স্যামুয়েল উমতিতি।
ফরাসিরা এপর্যন্ত সেমিফাইনালে যে ৬ গোল দিয়েছে তার মধ্যে ৪টিই দিয়েছে ডিফেন্ডাররা।

এই ডিফেন্ডারদের তালিকায় স্যামুয়েল উমতিতির নাম তিন নাম্বারে। এর আগে ১৯৮২ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে মািরিউস ট্রিসর দিয়েছিলেন এক গোল। আর ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিলিয়ান থুরাম দিয়েছিলেন ২ গোল।

দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতি এগিয়ে নেন ফ্রান্সকে। এরআগে প্রধমার্ধে গোলশূন্য থাকে দুদলের লড়াই।

ফাইনালে উঠার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। দুদলই আক্রমণাত্মক শুরু করে। প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে ১৫ মিনিটে হাতের নাগালে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ড। পাল্টা আক্রমণে ২৩ মিনিটে সুযোগ পায় ফ্রান্স। কিন্তু তারাও স্বার্থ হাসিল করতে পারেনি। হাতে পাওয়া সুযোগ নষ্ট করেন অলিভিয়ের জিরু।

এরপর অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। উভয় দলই একাধিক সুযোগ পায়। তবে ফুটবল দেবী কাউকেই খুশি করেননি। গোলের খাতা ফাঁকা নিয়ে বিরতিতে যেতে হয় দুদলকে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি