ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী সাতদিন চ্যালেঞ্জিং’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২১:১৮, ১৭ আগস্ট ২০১৯

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা বলেছেন, ঈদের ছুটি শেষে রাজনীতিতে ফিরেছে কর্মজীবী মানুষ। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।

আজ শনিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. সানিয়া তহমিনা বলেন, আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নেই। এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর যেটা বিশ্বের সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি।

আগামী ৭ দিনের মধ্যে আমরা যদি এডিস মশার দুর্গ ধ্বংস করতে না পারি এবং পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়বো।

তিনি বলেন, আশা করছি এই সময়ে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। এই সময়ে আমাদের সবার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত থাকবে। সবাই মিলে যেভাবে চেষ্টা করে যাচ্ছে ও দিনরাত পরিশ্রম করছে, আশা করছি তাতে এই পরিস্থিতির উন্নতি ঘটবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি