ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ডেঙ্গুর নতুন রোগী ১৮৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১১ জুন ২০২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ১৩৬ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৫৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে  সর্বমোট ভর্তি ৪৯৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১০৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন- এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩২১০ জন। এদের মধ্যে ঢাকায় ২৪১২ জন এবং ঢাকার বাইরে ৭৯৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ২৫৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি