ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেমরায় বিধবাকে গণধর্ষণের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৩৪, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরায় শুক্রবার রাতে এক বিধবা নারী (৩২) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ওই নারী একটি টেইলার্সের মালিক। শুক্রবার রাতে চারজন ওই নারীর বাসায় আসে। তাদের মধ্যে হেলাল তার পরিচিত। এরপর তারা তাঁকে গণধর্ষণ করে। খবর পেয়ে ওই নারীর আত্মীয়স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি