ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ডেমরায় ২ শিশু হত্যা, আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকার একটি ঘর থেকে নুসরাত (৪) এবং ফারিয়া আকতার দোলা (৪) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সেই বাড়ির গৃহকর্তা মোস্তফাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। ডেমরা থানার পরিদর্শক (ইন্সপেক্টর) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১০ টার দিকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। এদিন দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। তারা কোনাপাড়ার হজরত শাহজালাল রোডে টিনশেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় থাকতো।

পরিদর্শক (ইন্সপেক্টর) নূরে আলম বলেন, বাড়ির গৃহকর্তা মোস্তফার স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। মোস্তফাকে পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। সে বর্তমানে পলাতক। তাকে খুঁজতে অভিযান চলছে।

রাজমিস্ত্রী মোস্তফা মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। সে তার স্ত্রী এবং পাঁচ বছরের ছেলেকে নিয়ে নাসিমা ভিলায় সাবলেট থাকতো।

নিহত দোলার চাচা রাশেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে দোলা ও নুসরাত খেলতে খেলতে হারিয়ে যায়। তাদের খুঁজতে এলাকাজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি ফেসবুকেও ফোন নম্বর ও ছবি দিয়ে প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের সময় একজন জানালেন- স্থানীয় মোস্তফা দুপুরের পর শিশু দুটিকে নিজ ফ্ল্যাটে নিয়ে গেছেন। পরে ওই যুবকের তথ্যের ভিত্তিতে তিনি (রাশেদুল) মোস্তফার খালাকে নিয়ে সেই ফ্ল্যাটে যান এবং দুই শিশুকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই নারী মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারেন সে জন্য বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় মোস্তফা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি