ড্যানিয়েল ভেট্টোরির জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:২৩, ২৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২৭ জানুয়ারি ২০১৭
ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বিগব্যাশের দল ব্রিসবেন হিটেরও প্রধান কোচ হিসেবে দায়িত্বপালন করছেন। ১৯৭৯ সালে আজকের এইদিনে অকল্যান্ডে জন্মগ্রহন করেন ভেট্টোরি।
পুরো নাম ড্যানি লুকা ভেট্টোরি। তবে, সবার কাছে ড্যানিয়েল ভেট্টোরি নামেই পরিচিত এ কিউই ক্রিকেটার। মূলত অল-রাউন্ডার ছিলেন তিনি। তবে, বোলিং নৈপুন্যেও ব্যাপক খ্যাতি অর্জন করেন। ভেট্টোরি ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয় নিউজিল্যান্ডের স্থানীয় ক্লাবগুলোর মাধ্যমে।
অল্প বয়সেই বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান। এরপর আর পেছন ফিরতে হয়নি এই বাঁহাতি অল-রাউন্ডারকে। অস্টম ক্রিকেটার হিসেবে তিনি টেস্টে ৩০০ উইকেট ও তিন হাজার রান করেছেন। সর্ব কনিষ্ঠ কিউই ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয় এ কুশলী ক্রিকেটারের।
নিউজিল্যান্ডের ক্লাব ছাড়াও খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট দল নটিংহ্যামশায়ার, ওয়ারউইকশায়ারে। খেলেছেন ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের দল দিল্লী ডেয়ার ডেভিলসেও। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও মাঠ মাতিয়েছেন এ দীর্ঘদেহী ক্রিকেটার। এছাড়া বিগব্যাশের দল ব্রিসবেন হিটেরও গুরুত্বপূর্ন খেলোয়াড় ছিলেন ড্যানিয়েল ভেট্টোরি।
ক্লাব পর্যায়ের পাশপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন এ কুশলী ক্রিকেটার। ১১৩ টেস্টে সাড়ে চার হাজারের অধিক রানের পাশাপাশি ৩৬২ উইকেট দখল করেছেন। আর ওয়ানডেতে দুই হাজারের বেশী রানের পাশাপাশি ২৮৯ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি। টি-টোয়েন্টিতে বেশী ম্যাচ না খেললেও এ ফরম্যাটে নিজের দক্ষতা প্রমান করেছেন ভেট্টোরি।
আরও পড়ুন