ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৩০ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

গত বুধবার কলেজ মাঠে ৬৪তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এসময় তিনি ছাত্রদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। 

কলেজের জুনিয়র পর্যায়ে তিনটি ও সিনিয়র চারটি হাউসের ছাত্ররা হাউসভিত্তিক এবং তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। 

আগামীকাল বুধবার বিজয়ী ছাত্রদেরকে পুরস্কার প্রদানের মাধ্যমে এ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি