ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

ঢাকার আর্চবিশপস হাউজে রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআইর উদ্যোগে ও আর্চবিশপ হাউজের ব্যবস্থাপনায় বাংলাদেশে অবস্থানরত কিছু দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আর্চবিশপ হাউজের হল রুমে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইণ্ডিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভাটিকান সিটি, আর্জেন্টিনা, কানাডার রাষ্ট্রদূত অথবা হাই কমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের কারো কারো সাথে তাদের স্ত্রী/স্বামী উপস্থিত ছিলেন। 

সন্ধ্যা ৬টার পর থেকেই রাষ্ট্রদূতগণ আচবিশপস্ হাউজে আসা শুরু করলে বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারগণ তাদেরকে মূল গেইট থেকে বরণ করে নেন। 

শুভেচ্ছা বক্তব্যে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ব্যস্ততার মধ্যে সময় বের করে আপনারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে ধন্যবাদ।  

তিনি বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আমেরিকান রাষ্ট্রদূতকে। কেননা তিনি সবেমাত্র রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রথমবারের মতো আর্চবিশপ ভবনে এসেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি