ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ঢাকায় কখন কোথায় ঈদের জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১১ আগস্ট ২০১৯

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কাল। ঈদ উদযাপনের আনন্দ মূলত শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে। ঈদুল আজহায় দেশের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামায়াত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আবদুল কাইয়ূম আযহারী।

ঢাকাস্থ মিরপুরের ফুরফুরা দরবারের মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা করবেন ফুরফুরা হযরত মাওলানা ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী।

মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৮টা ৪৫ মিনিটে। ধানমণ্ডি ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি