ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে : তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ।  

রোববার (০৩ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, একজন ‘মা’ যেমন বাংলাদেশ দেখতে চান, আমরা ঠিক তেমন বাংলাদেশই গড়তে চাই। তিনি বলেন, বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায়। আজকের সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তোমরাই বাংলাদেশের সম্ভাবনাময় মুখ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। 

তিনি বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। নবীন ও প্রবীণ সমন্বয়ে আগামীর বাংলাদেশ তৈরি হবে। তিনি বলেন, এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

এর আগে সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা-কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি