ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

তোপের মুখে গণফোরামের দুই এমপি

প্রকাশিত : ২৩:৪০, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৪০, ২৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন। দল ও জোটের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক বক্তব্য দেওয়ায় এ পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানা গেছে।

দলীয় সিদ্ধান্তের বিপক্ষে মতামত দেওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। সোমবার সন্ধ্যায় দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের মনোনয়নে সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ এবং দলের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত এ দুই সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করে সোমবার গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে গণফোরামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জোটগতভাবে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত এখনও বহাল আছে। ঐক্যজোটের নেতারা বলেছেন, ড. কামাল হোসেন দেশে ফিরলে শপথসহ নানা বিষয়ে আলোচনা হবে।

আগামী মার্চে অনুষ্ঠেয় দলের কাউন্সিলের নিয়মিত প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সোমবার সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে দলটির ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ ছাত্রসমাজ ও যুব গণফোরামের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তারা। এ সময় নেতাকর্মীরা `দালাল দালাল` বলে স্লোগানও দেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় সেখানে অল্প কিছু সময় অবস্থান করে বের হয়ে যান তারা।

এ বিষয়ে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে। গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো নির্বাচিত সংসদ সদস্য সংসদে যোগ দিচ্ছেন- এ ধরনের সংবাদ পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা অসত্য ও ভিত্তিহীন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি